মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে ৫ টি কবর থেকে মাথার খুলি চুরি

শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক ৫ টি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে কবরস্থান পরিস্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরি ঘটনা দেখতে পায়।
জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী ) রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
 পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত: পবিত্র শবেবরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। এতে আজ সকাল ৯ টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এ সময় তারা পৃথক ৫ টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে মুসল্লিকে খবর দেন।
 শ্রীনগর উপজেলাধীন পাটাভোগ ইউনিয়নের বেজগাও কবরস্থান থেকে। মরহুম মোঃ আব্দুল সামাদ শেখ, পিতা-মরহুম ফরমান শেখ, খ। মরহুম মোসাঃ সায়মা সুলতানা মিতু, পিতা- মরহুম ওহাব, গ। মরহুম শেখ আজমল, পিতা-শেখ হেলাল, সর্ব সাং বেজাগাও ঘ। মরহুম মোসাঃ হাসিনা বেগম, পিতা-মরহুম রফিক চৌধুরী, সাং বাসাইলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ ও অজ্ঞতানামা একটি লাশের আংশিক কঙ্কাল চুরি হয়।
জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে ৫ টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবর গুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

শ্রীনগরে ৫ টি কবর থেকে মাথার খুলি চুরি

প্রকাশের সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক ৫ টি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে কবরস্থান পরিস্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরি ঘটনা দেখতে পায়।
জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী ) রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
 পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত: পবিত্র শবেবরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। এতে আজ সকাল ৯ টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এ সময় তারা পৃথক ৫ টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে মুসল্লিকে খবর দেন।
 শ্রীনগর উপজেলাধীন পাটাভোগ ইউনিয়নের বেজগাও কবরস্থান থেকে। মরহুম মোঃ আব্দুল সামাদ শেখ, পিতা-মরহুম ফরমান শেখ, খ। মরহুম মোসাঃ সায়মা সুলতানা মিতু, পিতা- মরহুম ওহাব, গ। মরহুম শেখ আজমল, পিতা-শেখ হেলাল, সর্ব সাং বেজাগাও ঘ। মরহুম মোসাঃ হাসিনা বেগম, পিতা-মরহুম রফিক চৌধুরী, সাং বাসাইলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ ও অজ্ঞতানামা একটি লাশের আংশিক কঙ্কাল চুরি হয়।
জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে ৫ টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবর গুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।