
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন দিবস উপলক্ষে কিশোর-কিশোরীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাফালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম। প্রতিযোগিতায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অংশগ্রহণকারীরা তাদের রচনা উপস্থাপন করেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক তন্ময় মিত্র, শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম এবং শিক্ষক বিভাস বিশ্বাস প্রমূখ।
শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম বলেন, “সুন্দরবন আমাদের গর্ব এবং এ বনকে রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা সেই প্রচেষ্টারই অংশ।”
এই আয়োজনে স্থানীয় শিক্ষার্থীরা সুন্দরবন রক্ষার গুরুত্ব নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পেয়েছে এবং তারা ভবিষ্যতে সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করেছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































