
মারা গেছেন ‘সিক্রেট হিলার’ খ্যাত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান তারকা কিম সে-রন। নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের সিওংসু-ডং-এর নিজ বাড়িতে মৃত্যু হয় অভিনেত্রীর।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিনেত্রীর কোনো সাড়া না পেলে পুলিশে খবর দেয়া হয়। বিকেল ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিমের মরদেহ উদ্ধার করে।
কিমের মৃত্যু কীভাবে হয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য না পাওয়ায় শুরু হয়েছে তদন্ত।
এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার বন্ধু। বন্ধুর দাবি, বিকেলে তার সঙ্গে দেখা করার কথা ছিল কিমের। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় মোবাইলে কিমকে কল দেন তিনি। কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ হলে কিমের বাড়িতে পৌঁছান। এরপরই কিমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
রহস্যজনক মৃত্যু হওয়ায় পরিবারও মেনে নিতে পারছে না অভিনেত্রীর অকাল মৃত্যু। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো তারকার ভক্তরাও ভেঙে পড়েছেন।
স্বাস্থ্যগত জটিলতার কারণে মিডিয়ায় নিয়মিত কাজ করতে পারেননি কিম। মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হওয়ায় প্রায়ই অ্যালকোহল পান করতেন। ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার জরিমানাও গুনতে হয়েছিল কিমকে।
নিয়মিত না হলেও সিনেমা ও টিভি উভয় পর্দাতেই কাজ করেছেন কিম সে রন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এ ব্র্যান্ড নিউ লাইফ, দ্য মুন ফ্রম নো হোয়ার, এ গার্ল এট মাই ডোর, কেন ইউ হেয়ার মাই হার্ট, দ্য কুইনস ক্লাশরুম, হাই স্কুল লাভ অন ইত্যাদি।
বিনোদন ডেস্ক 







































