রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের আয়-ব্যায়ের হিসাব চাওয়ায় মুসল্লিদের মারপিট

আহত মুসল্লি

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর জামে মসজিদের কমিটির কাছে আয় ব্যায়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মারপিটের অভিযোগ উঠেছে। চরকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো ইসহাক মন্ডল বলেন,কালুখালীর কাটাবাড়িয়া মো জাকির হোসেন মোন্ডল ৭বছর যাবত অন্যায়ভাবে জোরপূর্বক  এই মসজিদের সভাপতি পদ দখল করে আছে। মসজিদ ফান্ডের আয় ব্যায়ের হিসেব কোন মুসল্লী চাইতে গেলে তাকে অপমান করে এবং মসজিদ থেকে বের করে দেয়। গত শুক্রবারে নামাজ শেষে  আমি আমার চাচা তোফাজ্জেল ও আবুল কাশেম সভাপতির কাছে আয় ব্যায়ের হিসেব চাইলে অস্ত্র নিয়ে ধাওয়া করে আমরা মসজিদের বাইরে প্রাঙ্গনে আসলে মসজিদ সভাপতি জাকির হোসেন মন্ডলের  নির্দেশে ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া এলাকার ইমান আলি, মোস্তফা মোল্লা  , ফারুক মোল্লা, আলম মোল্লা, সেলিম মোল্লা,শামিম মন্ডল, লিয়াকত আলী মোল্লা, মো সাকু মোল্লা, সহ কয়েকজন আমাদের বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

মসজিদের আয়-ব্যায়ের হিসাব চাওয়ায় মুসল্লিদের মারপিট

প্রকাশের সময় : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর জামে মসজিদের কমিটির কাছে আয় ব্যায়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের মারপিটের অভিযোগ উঠেছে। চরকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো ইসহাক মন্ডল বলেন,কালুখালীর কাটাবাড়িয়া মো জাকির হোসেন মোন্ডল ৭বছর যাবত অন্যায়ভাবে জোরপূর্বক  এই মসজিদের সভাপতি পদ দখল করে আছে। মসজিদ ফান্ডের আয় ব্যায়ের হিসেব কোন মুসল্লী চাইতে গেলে তাকে অপমান করে এবং মসজিদ থেকে বের করে দেয়। গত শুক্রবারে নামাজ শেষে  আমি আমার চাচা তোফাজ্জেল ও আবুল কাশেম সভাপতির কাছে আয় ব্যায়ের হিসেব চাইলে অস্ত্র নিয়ে ধাওয়া করে আমরা মসজিদের বাইরে প্রাঙ্গনে আসলে মসজিদ সভাপতি জাকির হোসেন মন্ডলের  নির্দেশে ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া এলাকার ইমান আলি, মোস্তফা মোল্লা  , ফারুক মোল্লা, আলম মোল্লা, সেলিম মোল্লা,শামিম মন্ডল, লিয়াকত আলী মোল্লা, মো সাকু মোল্লা, সহ কয়েকজন আমাদের বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি।