শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোসেনপুরে অটোরিক্সা চাপায় স্কুলছাত্রী নিহত

নোহা মনি

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

কিশোরগঞ্জের- হোসেনপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় স্কুল পড়ুয়া নোহা মনি (৯) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত নোহা মনি দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল এন্ড কিন্ডারগার্ডেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিজ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে চাপা দেয় এতে গুরুতর আহত হয় নোহা মনি।

পরে স্থানীয়রা আশঙ্কা জনক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। তিনি জানান স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

প্রচারণার প্রথম দিনেই মুন্সীগঞ্জ-১ আসনে উৎসবের আমেজ বইছে

হোসেনপুরে অটোরিক্সা চাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশের সময় : ০৫:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার

কিশোরগঞ্জের- হোসেনপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় স্কুল পড়ুয়া নোহা মনি (৯) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত নোহা মনি দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল এন্ড কিন্ডারগার্ডেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিজ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে চাপা দেয় এতে গুরুতর আহত হয় নোহা মনি।

পরে স্থানীয়রা আশঙ্কা জনক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। তিনি জানান স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।