
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী মৌভলীবাজার জেলা শাখা।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী দুপরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহিদ মিনার প্রাঙ্গন হতে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে শাহ্ মোস্তাফা রোড, বেড়িরপার, কুসুমবাগ পয়েন্টে হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক জেলা আমীর মো: আব্দুল মান্নান, মৌলভীবাজার-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মো: আব্দুর রব, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম, কমলগঞ্জ উপজেলা আমীর মাসুক মিয়া, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজাম উদ্দিন। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা বলেন এ টি এম আজাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিতে আন্দোলন আরও কঠোর ভাবে গড়ে তুলা হবে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি 







































