রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় ডিআইজির কাছে আবেদন

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জের নুরুন্নাহার প্লাজার ভিআইপি গলির আন্ডারগ্রাউন্ডে দিনে দুপুরে   সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ব্যক্তির মামলা না নেওয়াই ঢাকা জেলা ডিআইজির কাছে বিচার দাবি করেছে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন । এছাড়া এই  আলোচিত এই সন্ত্রাসী হামলার ভিডিও ফুটেজ দাখিল করা হয়েছে ডিআইজি অফিসে । আহত ব্যক্তিরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচার দাবি করে ডিআইজি অফিসের ধরনা দিয়েছে আহত ব্যবসায়ী । এ নিয়ে এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র খুব ও নিন্দা প্রকাশ করতে দেখা গেছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  মোঃ রিমন মাহমুদ দক্ষিণ  কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ নূরনাহার সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে । বিনিময় মার্কেটে প্যান্ট ক্লাব নামে একটি দোকান করে জানা করছেন । একই মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে তার আরেকটি নতুন দোকান ডেকোরেশনের কাজ চলতে থাকায়   কানন শিকদার নামের এক ব্যক্তি গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক একটা সময় ১৫ /২০ জন লোক নিয়ে নতুন দোকানের ডেকোরেশন এর কাজ বন্ধ করে দেয় এবং মারধর করে । এ সময় সে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে, এবং ৭ দিনের মধ্যে পরিশোধ না করিলে দোকান দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান করে । এই হুমকির প্রেক্ষিতে রিমনের  ছোট ভাই মোঃ সজীব দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন, যাহা জিডি নং-১২৭৩, তাং- ১৯/১০/২০২৪ । দাবীমতে চাঁদা না দেওয়ায়  কানন শিকদার গং লোকজন নিয়েএসে জোরপূর্বক উক্ত দোকানটি দখল করে তাহাদের নামে সাইন বোর্ড দিয়া দেয়। পরবর্তীতে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায়  সমিতির মধ্যস্থতায় রিমন  দোকান ফিরে পাইলেও তার নিকট ক্রমাগত চাঁদা দাবী করিতে থাকে কানন শিকদার । এবং হুমকি দিয়ে আসছে । ২০ লাখ টাকার চাঁদা না পেয়ে তারা মার মুখি অবস্থান নেয় রিমনের বিরুদ্ধে । এই প্রেক্ষিতে কানন শিকদার  শিকদার , লিখন, ফয়সাল,  মোঃ আলাউদ্দিন বেপারী  , মোঃ আবু বক্কর  সহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে ১৭ ফেব্রুয়ারি  দক্ষিণ কেরানীগঞ্জ থানায়  অভিযোগ করা হয় । ঘটনার বর্ণনামতে জানা যায় যে, ঐদিন দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় রিমনের  দোকানে চাঁদার দাবিতে রিমনের ছোট ভাই মোঃ সজীব ও মোঃ রাজীব কে বেপরোয়া দেশীয় অস্ত্র চাকু, হকস্টিক, লাঠি, কিল-ঘুষি ও গলায় রশি দিয়ে আটকায়ে মারাত্মক জখম করে এবং লিখন বেপারী মোঃ সজীবের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্যমান আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, বিবাদী ফয়সাল মোঃ সজীবের ওয়ান প্লাস মোবাইল সেট যাহার মূল্যমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, লিখন বেপারী মোঃ রাজীব এর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্যমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, দোকানের ক্যাশে থাকা আনুমানিক ১০,২০,০০০/-(দশ লক্ষ বিশ হাজার) টাকা এবং দোকানের মালামাল লুট করে যাহার মূল্যমান ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা, সর্বমোট ২৪,৫০,০০০/- (চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লুট করিয়া নিয়ে যায়। আমার ছোট ভাই মোঃ সজীব ও মোঃ রাজীব মারাত্মক আহত হইয়া প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্তব্যরত ডাক্তার হইতে চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি হইয়া চিকিৎসা গ্রহণ করেন। বিবাদী কানন শিকদার গং এর ক্রমাগত হুমকির প্রেক্ষিতে আমি দীর্ঘ ১ মাস কালীগঞ্জে অবস্থিত আমার দোকানে যাইতে পারি না। আমি আশংকা করিতেছি যে, বিবাদী কানন শিকদার গং চাঁদা না পাইলে আমাকে কিংবা আমার ভাইদ্বয়কে প্রাণ নাশ করিতে পারে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে এলাকার সাধারণ ব্যবসায়ীরা বিষয়টির সঠিক বিচার দাবি করেছেন। এবং কারিগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেছেন।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় ডিআইজির কাছে আবেদন

প্রকাশের সময় : ১০:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জের নুরুন্নাহার প্লাজার ভিআইপি গলির আন্ডারগ্রাউন্ডে দিনে দুপুরে   সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ব্যক্তির মামলা না নেওয়াই ঢাকা জেলা ডিআইজির কাছে বিচার দাবি করেছে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন । এছাড়া এই  আলোচিত এই সন্ত্রাসী হামলার ভিডিও ফুটেজ দাখিল করা হয়েছে ডিআইজি অফিসে । আহত ব্যক্তিরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচার দাবি করে ডিআইজি অফিসের ধরনা দিয়েছে আহত ব্যবসায়ী । এ নিয়ে এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র খুব ও নিন্দা প্রকাশ করতে দেখা গেছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায় যে, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  মোঃ রিমন মাহমুদ দক্ষিণ  কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ নূরনাহার সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে । বিনিময় মার্কেটে প্যান্ট ক্লাব নামে একটি দোকান করে জানা করছেন । একই মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে তার আরেকটি নতুন দোকান ডেকোরেশনের কাজ চলতে থাকায়   কানন শিকদার নামের এক ব্যক্তি গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক একটা সময় ১৫ /২০ জন লোক নিয়ে নতুন দোকানের ডেকোরেশন এর কাজ বন্ধ করে দেয় এবং মারধর করে । এ সময় সে ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে, এবং ৭ দিনের মধ্যে পরিশোধ না করিলে দোকান দখল করিয়া নিবে মর্মে হুমকি প্রদান করে । এই হুমকির প্রেক্ষিতে রিমনের  ছোট ভাই মোঃ সজীব দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেন, যাহা জিডি নং-১২৭৩, তাং- ১৯/১০/২০২৪ । দাবীমতে চাঁদা না দেওয়ায়  কানন শিকদার গং লোকজন নিয়েএসে জোরপূর্বক উক্ত দোকানটি দখল করে তাহাদের নামে সাইন বোর্ড দিয়া দেয়। পরবর্তীতে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায়  সমিতির মধ্যস্থতায় রিমন  দোকান ফিরে পাইলেও তার নিকট ক্রমাগত চাঁদা দাবী করিতে থাকে কানন শিকদার । এবং হুমকি দিয়ে আসছে । ২০ লাখ টাকার চাঁদা না পেয়ে তারা মার মুখি অবস্থান নেয় রিমনের বিরুদ্ধে । এই প্রেক্ষিতে কানন শিকদার  শিকদার , লিখন, ফয়সাল,  মোঃ আলাউদ্দিন বেপারী  , মোঃ আবু বক্কর  সহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে ১৭ ফেব্রুয়ারি  দক্ষিণ কেরানীগঞ্জ থানায়  অভিযোগ করা হয় । ঘটনার বর্ণনামতে জানা যায় যে, ঐদিন দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় রিমনের  দোকানে চাঁদার দাবিতে রিমনের ছোট ভাই মোঃ সজীব ও মোঃ রাজীব কে বেপরোয়া দেশীয় অস্ত্র চাকু, হকস্টিক, লাঠি, কিল-ঘুষি ও গলায় রশি দিয়ে আটকায়ে মারাত্মক জখম করে এবং লিখন বেপারী মোঃ সজীবের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্যমান আনুমানিক ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা, বিবাদী ফয়সাল মোঃ সজীবের ওয়ান প্লাস মোবাইল সেট যাহার মূল্যমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, লিখন বেপারী মোঃ রাজীব এর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্যমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, দোকানের ক্যাশে থাকা আনুমানিক ১০,২০,০০০/-(দশ লক্ষ বিশ হাজার) টাকা এবং দোকানের মালামাল লুট করে যাহার মূল্যমান ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা, সর্বমোট ২৪,৫০,০০০/- (চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লুট করিয়া নিয়ে যায়। আমার ছোট ভাই মোঃ সজীব ও মোঃ রাজীব মারাত্মক আহত হইয়া প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে কর্তব্যরত ডাক্তার হইতে চিকিৎসা গ্রহণ করেন এবং পরবর্তীতে জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি হইয়া চিকিৎসা গ্রহণ করেন। বিবাদী কানন শিকদার গং এর ক্রমাগত হুমকির প্রেক্ষিতে আমি দীর্ঘ ১ মাস কালীগঞ্জে অবস্থিত আমার দোকানে যাইতে পারি না। আমি আশংকা করিতেছি যে, বিবাদী কানন শিকদার গং চাঁদা না পাইলে আমাকে কিংবা আমার ভাইদ্বয়কে প্রাণ নাশ করিতে পারে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে এলাকার সাধারণ ব্যবসায়ীরা বিষয়টির সঠিক বিচার দাবি করেছেন। এবং কারিগঞ্জ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করেছেন।