
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বাঙালি। সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকে তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। যার ফলে বিশ্বসভায় আজ রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে অমর একুশে ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে পেশাদার সংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আব্বাস হোসাইন, নির্বাহী কমিটির সদস্য মাসুদ নাসির, জগলুল হুদা, যুগ্ম সম্পাদক এম মতিন, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য তৈয়বুল ইসলাম, আশিক এলাহী।
এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, রাঙ্গুনিয়া মডেল থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, বন বিভাগ,পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন স্কুল, কলেজের স্কাউট দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 



















