
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে সালেহ আহমেদ (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গচ্চি ধরের টেক ২নং ওয়ার্ড এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে তিনি আহত হন।
তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত মোহরম আলীর ছেলে। তিনি ডেকোরেটার্স ব্যবসায়ী বলে জানা গেছে।
গুলিবিদ্ধ সালেহ আহমেদ বলেন, আমি হেটে দোকানের দিকে যাচ্ছিলাম। কয়েকজন গাড়ি থেকে নেমে গুলি ছুড়ে। একটি ছররা গুলি আমার কপালে লাগে। তবে আমি আশঙ্কামুক্ত। হামলাকারীদের চিনতে পারলেও নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করেননি আহত সালেহ আহমেদ।
এ প্রসঙ্গে জানার জন্য রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে রাউজান থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করা হলে এসআই হুমায়ুন পরিচয়ে একজন বলেন, আমরা সংবাদ পেয়েছি, অফিসার ইনচার্জসহ ফোর্স গেছেন। তারা থানায় ফিরলে বিস্তারিত জানানো যাবে।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: 







































