বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ডেনাইট মিনিবার ফুটবল টুর্নণামেন্টের উদ্বোধন 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিক্কা ফুটবল একাডেমির আয়োজনে ইয়াছিন আরাফাত রবিন চেয়ারম্যান প্রাইজমানি ডে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা এলাকায় শুক্রবার রাত ৯ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকারিয়া টনু।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, বিশেষ অতিথি ছিলেন কারানির্যাতিত ৯০ দশকের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জালাল আহমেদ জিপু তিনি জনপ্রতিনিধি না হয়েও ছুটে যান সাধারণ ও তৃনমুল মানুষের দৌড় গোড়ায় বর্তমানে তিনি শ্রীমঙ্গল কমলগঞ্জ সাংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আরও ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া আইসিইউ ইনচার্জ ডাঃ এনামুল রশীদ দিপু, সিন্দুরখাঁন বিএনপি নেতা তোফায়েল আহমেদ, মালেক মিয়া, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি  আজাদ মিয়া  প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী খেলায় মোট ৪টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় অংশ নেয় সিক্কা বনাম পানসী। পানসী দ্বিতীয়ার্ধে ২ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় রসুুলপুর একাদশ বনাম লাহারপুর এর খেলা হয়ে গোল শূন্য শেষ হয়। রসুলপুর ট্রাইব্রেকারে ২-১ লাহারপুরকে পরাজিত করে।
আশীদ্রোণ বনাম বৌলাশি। আশীদ্রোণ প্রথমার্ধে ১ গোলে জয়লাভ করে। সবশেষে সিক্কা জুনিয়র বনাম রসূলপুর জুনিয়রের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
আশীদ্রোণ বনাম রসূলপুর গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরে ট্রাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে আশীদ্রোণ জয়লাভ করে চ্যাম্পিয়ন ও রসূলপুর রানার্স-আপ হয়।
পরে বিজয়ী দলকে ১০হাজার টাকা ও চ্যাম্পিয়ন ও  রানার্স আপ দলকে ৬ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।
জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ডেনাইট মিনিবার ফুটবল টুর্নণামেন্টের উদ্বোধন 

প্রকাশের সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিক্কা ফুটবল একাডেমির আয়োজনে ইয়াছিন আরাফাত রবিন চেয়ারম্যান প্রাইজমানি ডে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা এলাকায় শুক্রবার রাত ৯ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জাকারিয়া টনু।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, বিশেষ অতিথি ছিলেন কারানির্যাতিত ৯০ দশকের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জালাল আহমেদ জিপু তিনি জনপ্রতিনিধি না হয়েও ছুটে যান সাধারণ ও তৃনমুল মানুষের দৌড় গোড়ায় বর্তমানে তিনি শ্রীমঙ্গল কমলগঞ্জ সাংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আরও ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া আইসিইউ ইনচার্জ ডাঃ এনামুল রশীদ দিপু, সিন্দুরখাঁন বিএনপি নেতা তোফায়েল আহমেদ, মালেক মিয়া, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি  আজাদ মিয়া  প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী খেলায় মোট ৪টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় অংশ নেয় সিক্কা বনাম পানসী। পানসী দ্বিতীয়ার্ধে ২ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় রসুুলপুর একাদশ বনাম লাহারপুর এর খেলা হয়ে গোল শূন্য শেষ হয়। রসুলপুর ট্রাইব্রেকারে ২-১ লাহারপুরকে পরাজিত করে।
আশীদ্রোণ বনাম বৌলাশি। আশীদ্রোণ প্রথমার্ধে ১ গোলে জয়লাভ করে। সবশেষে সিক্কা জুনিয়র বনাম রসূলপুর জুনিয়রের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
আশীদ্রোণ বনাম রসূলপুর গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরে ট্রাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে আশীদ্রোণ জয়লাভ করে চ্যাম্পিয়ন ও রসূলপুর রানার্স-আপ হয়।
পরে বিজয়ী দলকে ১০হাজার টাকা ও চ্যাম্পিয়ন ও  রানার্স আপ দলকে ৬ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।