
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমি থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক [রিফাত ইসলাম মিতু] জানান, “আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এই সাফল্য অর্জন করেছে। আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের নিয়ে।”
বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবকদের মাঝেও আনন্দের বন্যা বইছে। এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানেরা এমন সাফল্য অর্জন করায় আমরা গর্বিত। এধরনের ফলাফল আমাদের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়াবে।”
সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন বলেন, “তাফালবাড়ী শহীদ তিতুমীর একাডেমির এই অর্জন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য উপজেলার শিক্ষা অঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
বিদ্যালয় কতৃপক্ষ সফল শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 






































