
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর)
২০২৪ সালে জানুয়ারিতে প্রহশনের ডামি নির্বাচনের পর বাংলাদেশের মানুষকে হত্যা করে টিকে থাকার জন্য শেখ হাসিনা সর্বাত্তক চেষ্টা করেছে । কিন্তু আল্লাহর রহমতে ছাত্র- জনতার আত্মত্যাগের বিনিময়ে তাদের দৌড়ানি খেয়ে এই স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলো তাই দেশে সুন্দর একটি পরিবর্তন এসে তাই যারা মানুষের প্রতি জুলুম করত সেই জালেমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদেশে মুক্ত হয়েছে। তাই যারা পালিয়ে যায় তাদের দ্বারা দেশ ও দেশের জনগণের কিছু হয়না । তারা শুধু তাদের পকেট ভরাতেই ব্যাস্ত থাকে। সে এমনি নেতৃী তার দলের নেতাকর্মীদের কথা চিন্তা না নিজের জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়েছে।
২৩ জানুয়ারি ( রোববার) রাতে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া টালিয়া পাড়া মাস্টারবাড়ী পৌরসভা ৯ নং ওয়ার্ডের সাধারন জনগণের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যের কালে বাংলাদেশ জামায়েত ইসলামীর সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী এসব কথা বলেন।
তিনি আরো বলেন
অত্যাচার নির্যাতন দেশের যত মানুষের উপর চলেছে বাংলাদেশের জামায়েত ইসলামীর উপরেও ঠিক সে ভাবেও নির্যাতন চলেছে। এমন কোন অত্যাচার নাই যে এই স্বৈরাচার হাসিনা চালাইনি। জামায়েত ইসলামী নেতাদের , হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে এমন কোন দিক নাই যে জামায়েত ইসলামীর উপর চালানো হয়নাই।
বাংলাদেশ জামায়েত ইসলামী ৮ ও ৯ ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলার সাবেক সভাপতি এডভোকেট ইলিয়াছ হোসাইন, বকশীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ জামায়েত ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ কারিমুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী, পৌর শাখার সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব রাসেল মাহমুদসহ আরো অনেকেই।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) 






































