
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত মতলবের চারবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার নামে আয়োজিত নুরুল হুদা স্মৃতি স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে বেলুন উড়িয়ে এবং ব্যাটিং ও কিপিং করে ফাইনাল খেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি সাবেক মন্ত্রী প্রয়াত নুরুল হুদার তনয় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট,ও আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
১৬ টিমের খেলার হরিনা একতা প্রবাসী সংগঠন বনাম গালিম খাঁ বøাকসার্ক ঢাকার মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঐ খেলায় ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন হরিনা একতা প্রবাসী সংগঠন।
ফাইনাল খেলা শেষে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের দাতা সদস্য মোঃ শাহাদাত করিম সংগ্রাম চৌধুরীর সভাপতিত্বে এবং দুবাই প্রবাসী আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ। স্বাগত বক্তব্য রাখেন ইতালি প্রবাসী ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা রাসেল সরকার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক।
এসময় উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সভাপতি কর্নেল (অবঃ) মতিউর রহমান, চঁঅদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুল মান্নান লস্কর, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী মামুন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সভাপতি কর্নেল (অবঃ) মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান লস্কর, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সারোয়ার মজুমদার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ বিল্লাল ফরাজী, ছেংগারচর পৌর স্বে”ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মানিক ফরাজী, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক এইচএম জমির হোসেন,সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও ক্রীড়ামোদী সহস্রাধিক দর্শক উপভোগ করেন।
নুরুল হুদা স্মৃতি স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি তরুণ সংগঠক নাজমুল হাসান রোকন।
উল্লেখ্য, নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উপলক্ষে উপজেলার নিশ্চিন্তপুর উ”চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠটি সাজানো হয়েছে নানা আয়োজনে। হরিনা একতা প্রবাসী সংগঠন বনাম গালিম খাঁ বøাকসার্ক ঢাকার মধ্যে খেলায় টসে জিতে গালিম খাঁ বøাকসার্ক ঢাকার দল প্রথমে ব্যাট করার সিদ্ধন্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে তারা ১০৬ রান করতে সক্ষম হয়। জবাবে ৩ উইকেট হারিয়ে হরিনা একতা প্রবাসী সংগঠন ১০৯ রান করে ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব হওয়ার অর্জন করে। খেলার শুরুতে জাতীয় সংগীতের পর খেলা শুরু হয়। নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলায় আগত দর্শনার্থীদের কানায় কানায় ভরে গেছে মাঠ। গাছে বিল্ডিং এর ছাদের উপর উপছে পরা দর্শনার্থী লক্ষ্য করা গেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী প্রয়াত নুরুল হুদার তনয় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে খারাপ কাজ থেকে বিরত রাখার পাশাপাশি মানুষের শরীর ও মন সুস্থ রাখে। দীর্ঘ দিন পর হলেও নিশ্চিন্তপুরে আমার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার নামে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উদ্বোধন থেকে প্রতিটি খেলাই ছিলো বেশ উপভোগ্য এবং দর্শক ননন্দিত। এ আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদেও প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার বাবা প্রয়াত নুরুল হুদা এই মতলবে অত্যান্ত জনপ্রিয় ছিলো তার প্রমান আজকে দর্শকদের ভালোবাসা ও উপস্থিতি। দির্ঘদিন পর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠটি স্থানীয় ক্রিকেট খেলা প্রিয় জনসাধারণের সরব উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন উপজেলার তরুণ প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি করেছে।
তিনি আরও বলেন, খেলাকে খেলার মাঝে রাখতে হবে। খেলার মাঝে কোনো ধরনের সহিংসতা ছড়ানো যাবে না। উপজেলার নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর উদ্যোগে এমন আয়োজন উপজেলার ক্রিকেটাররা আবারও চাঙ্গা হওয়ার সুযোগ পেয়েছে। যা মতলবের জন্য একটি মাইলফলক। এর মাধ্যমে তৃণমুল পর্যায়ে তাদের ক্রিকেটীয় নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো খেলোয়াড় ওঠে আসবে বলেও আশা প্রকাশ করেছেন। এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে তৃণমুল পর্যায় থেকে প্রতিভা খেলোয়াড়রা অঅত্মপ্রকাশ করবে। তিনি এই গ্রামীণ পর্যায়ে তার ডাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এর উপস্থিতি এ টুর্নামেন্টের সফলতাকে আরো বৃদ্ধি করেছে। এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি দর্শক, এবং দুই দলের খেলোয়াড়দেরকে ভালো খেলা উপহার দেওয়ায় অভিনন্দন জানান। খেলায় আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেন আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 







































