
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশের বিভিন্নস্থানে নারী-শিশু ধর্ষণকারী ও জুলাই আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এর মাঝে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা করে বিক্ষোভকারীরা।
এতে বৈষম্যবিরোধী ছাত্র নেতা ইয়াকুব রহমান শ্রাবন, নয়ন মিয়া নাহিদ, রাসেল আহমেদ, শিক্ষক শাহাদত হোসেনসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বিক্ষোভকারীরা ধর্ষকারী এবং ছাত্র-জনতা হত্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 







































