শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা-ভাঙচুর

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৫

যশোর অফিস

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের বাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় তার পরিবারের সদস্যদের মারপিট করে বাড়িটি দখল করে নেয় হামলাকারীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছেন। দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, তার পিতা ১৯৮৪ সালে প্রতিবেশি বিএনপি কর্মী রজব আলীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করেন। সেই জমিতে পাকা বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তার পরিবার। একপর্যায়ে ওই জমি দখল করে লিখে নেয়া হয়েছে অভিযোগ তুলে আদালতে মামলা করে রজব আলী। যা চলমান। আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ বিএনপির স্থানীয় ও বহিরাগত ২ শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে রজব আলীর ছেলে সবুজ হোসেন বাড়িতে হামলা করে।

এসময় পরিবারের সদস্যদের টেনে হিচড়ে বের করে দিয়ে, মারধর ও বাড়ির আসববাপত্র ভাংচুর করে। পরে বাড়িতে তালা লাগিয়ে সকলকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করতে বাধ্য করে। বাড়ির প্রধান ফটকে তালা মেরে দিয়ে সাইন বোর্ড টানিয়ে দিয়েছে। খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ ফুয়াদের। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে রজব আলীর ছেলে সবুজ হোসেন দাবি করেছেন,আমাদের জমিটি ব্যাংকে মর্টগেজ ছিলো। তার সাক্ষী ছিলেন ফুয়াদের বাবা শহীদ উল্লাহ। পরে জমিটি আমার বাবার কাছ থেকে প্রতারণা করে শহীদ উল্লাহ তার নিজ নামে লিখে নেয়। এতদিন অসহায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ জমি তারা বুঝে নিয়েছে। কোন মারধর, ভাংচুর করা হয়নি।

তিনি আরো দাবি করেন, এই জমি নিয়ে কোন মামলা চলছে না। তাদের সঙ্গে মামলা চলছে অন্য জমি নিয়ে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জমি নিয়ে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে। হামলার পরে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু আদালতে মামলা চলমান; আদালত যে আদেশ দিবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

প্রচারণার প্রথম দিনেই মুন্সীগঞ্জ-১ আসনে উৎসবের আমেজ বইছে

কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশের সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

যশোর অফিস

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের বাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় তার পরিবারের সদস্যদের মারপিট করে বাড়িটি দখল করে নেয় হামলাকারীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছেন। দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, তার পিতা ১৯৮৪ সালে প্রতিবেশি বিএনপি কর্মী রজব আলীর কাছ থেকে ২০ শতক জমি ক্রয় করেন। সেই জমিতে পাকা বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তার পরিবার। একপর্যায়ে ওই জমি দখল করে লিখে নেয়া হয়েছে অভিযোগ তুলে আদালতে মামলা করে রজব আলী। যা চলমান। আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ বিএনপির স্থানীয় ও বহিরাগত ২ শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে রজব আলীর ছেলে সবুজ হোসেন বাড়িতে হামলা করে।

এসময় পরিবারের সদস্যদের টেনে হিচড়ে বের করে দিয়ে, মারধর ও বাড়ির আসববাপত্র ভাংচুর করে। পরে বাড়িতে তালা লাগিয়ে সকলকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করতে বাধ্য করে। বাড়ির প্রধান ফটকে তালা মেরে দিয়ে সাইন বোর্ড টানিয়ে দিয়েছে। খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ ফুয়াদের। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে রজব আলীর ছেলে সবুজ হোসেন দাবি করেছেন,আমাদের জমিটি ব্যাংকে মর্টগেজ ছিলো। তার সাক্ষী ছিলেন ফুয়াদের বাবা শহীদ উল্লাহ। পরে জমিটি আমার বাবার কাছ থেকে প্রতারণা করে শহীদ উল্লাহ তার নিজ নামে লিখে নেয়। এতদিন অসহায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ জমি তারা বুঝে নিয়েছে। কোন মারধর, ভাংচুর করা হয়নি।

তিনি আরো দাবি করেন, এই জমি নিয়ে কোন মামলা চলছে না। তাদের সঙ্গে মামলা চলছে অন্য জমি নিয়ে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জমি নিয়ে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে। হামলার পরে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু আদালতে মামলা চলমান; আদালত যে আদেশ দিবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।