
উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সেনা পাঠিয়েছে এবং কুরস্কে ফ্রন্টলাইনে বেশ কয়েকজনকে পুনরায় মোতায়েন করা হয়েছে। সিউলের গোয়েন্দা সংস্থা এএফপি’কে এই খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর রাশিয়ার ১০ হাজারেরও বেশি সেনাকে কুরস্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয়দের আকস্মিক আক্রমণ মোকাবেলায় সহায়তা করার জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করে।
এই মাসের শুরুতে সিউল বলেছিল, উত্তর কোরিয়ার সেনারা যারা পূর্বে কুরস্ক ফ্রন্টলাইনে রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছিল তারা জানুয়ারির মাঝামাঝি থেকে যুদ্ধে জড়িত ছিল না। ইউক্রেন আরো বলেছে, ভারী ক্ষয়ক্ষতির পর তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।
তবে সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সেখানে ‘পুনরায় মোতায়েন’ করা হয়েছে।
কর্মকর্তা আরো বলেছেন, ‘কিছু অতিরিক্ত সেনা মোতায়েনের করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে কতজন উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।’ মস্কো বা পিয়ংইয়ং কেউই সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।
ইউক্রেন এর আগে বলেছে, তারা কুরস্কে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনা বন্দি বা হত্যা করেছে। চলতি মাসে সিউলের চোসুন ইলবো সংবাদপত্র উত্তর কোরিয়ার একজন সেনার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
সেখানে তারা ফ্রন্টলাইনে ব্যাপক লড়াইয়ের বর্ণনা দিয়েছে। আহত ওই সৈনিক সংবাদপত্রকে বলেছিলেন, কামানের গোলাগুলিতে অনেকে নিহত হয়েছেন। তিনি আরো বলেন, ‘যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তারা সবাই মারা গেছে’। সূত্র:আলজাজিরা।
আন্তর্জাতিক ডেস্ক 







































