বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কালুখালীতে নিজ শয়নকক্ষ থেকে প্রবাসীর স্ত্রী জলি আক্তার(২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

নিহত গৃহবধূ কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের স্ত্রী জলি আক্তার (২৪)।

এলাকাবাসী ও পরিবারের তথ্য অনুযায়ী জানা যায়, শনিবার (১ মার্চ) দিবাগত রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোক ডাকাডাকি করে। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানার ওসি (তদন্ত) মোঃ জামাল হোসেন বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

কালুখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কালুখালীতে নিজ শয়নকক্ষ থেকে প্রবাসীর স্ত্রী জলি আক্তার(২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

নিহত গৃহবধূ কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের প্রবাসী মোঃ জহিরুল ইসলামের স্ত্রী জলি আক্তার (২৪)।

এলাকাবাসী ও পরিবারের তথ্য অনুযায়ী জানা যায়, শনিবার (১ মার্চ) দিবাগত রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ৯ টার দিকে তার শ্বাশুড়ি ঘুম থেকে ডাকলে সারা শব্দ না পেলে আশপাশের লোক ডাকাডাকি করে। পরে স্থানীয়রা আসলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালুখালী থানার ওসি (তদন্ত) মোঃ জামাল হোসেন বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।