
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফেসবুকে নিজের অফিশিয়াল ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ প্রসঙ্গে মুশফিক লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্তর্জাতিক অর্জন সীমিত। তবে একথা নিশ্চিত যে, যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং নিষ্ঠার সঙ্গে খেলেছি।
গত কয়েক সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝতে পেরেছি যে, এটাই আমার নিয়তি।
এই পোস্টে তিনি কুরআনের একটি আয়াতও উল্লেখ করেছেন, “ওয়া তু’জ্জি মান তাশা, ওয়াতু’ঝিলু মান তাশা। ‘এবং তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, আর যাকে ইচ্ছা অপমান করেন।” (৩:২৬)
পোস্টের শেষদিকে পরিবার, বন্ধু এবং ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তাকে সমর্থনকারী ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক।” জাযাকাল্লাহ খাইর।”
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। ১৯ বছরের ক্যারিয়ারে তিনি ২৭৭টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে ২৫৬ ইনিংসে ব্যাট করে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯টি শতক ও ৪৯টি অর্ধশতক। ২০২৩ সালের মার্চ মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করে তিনি ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।
স্পোর্টস ডেস্ক 




































