
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সামনে মোটরসাইকেলের ধাক্কা এতে মোটরসাইকেল থাকা ওই দুই আরোহীর মৃত্যু হয়েছে৷
নিহতরা হলেন, ক্ষেতলাল পৌর মহল্লার হেরাকুলা মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) ও একই মহল্লার মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।
৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পূর্ব মূহুর্তে ইটাখোলা-নিশ্চিন্তা রোডের মুন্দাইল মোড় এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকে আলু বোঝাই করছিলেন শ্রমিকরা। এসময় বেপরোয়া গতিতে আসা ইটাখোলাগামী একটি মোটরসাইকেল আলু বোঝায় ওই ট্রাক’টির সামনে সজোরে ধাক্কামেরে ঘটনাস্থলে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা জহুরুল ইসলাম নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং দুলাল নামের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ইফতারের পূর্ব মহুর্তে নিশ্চিন্তা থেকে ইটাখোলা যাওয়ার পথে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: 






























