শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে একসাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফারহান (৩) রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেন এর ছেলে ও শাফায়েত (৩) একই গ্রামের সরোয়ার হোসেন এর ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান (৩) ও শাফায়েত (৩) খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করে। পরে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ক্ষেতলালে পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে একসাথে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফারহান (৩) রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেন এর ছেলে ও শাফায়েত (৩) একই গ্রামের সরোয়ার হোসেন এর ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান (৩) ও শাফায়েত (৩) খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করে। পরে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।