
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ধর্ষনের চেষ্টার অভিযোগে মুলহোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযুক্তের নিজ বাড়ী থেকে তাঁকে বালিয়াকান্দি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জহুর মোল্লা (৬০)জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।
শিশুটির নানী জানান আমার নাতী ২৭ ফেব্রুয়ারী আমার বাড়ীতে বেড়াতে আসে বৃহস্পতিবার সকালে প্রতিবেশী জহুর মোল্লা তাকে জোর করে মাঠের মধ্যে ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।
শুক্রবার আমার নাতী আমাকে সব খুলে বললে আমি বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শনিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মামুন বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি 







































