বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে কথা কাটাকাটির জের ধরে হামলা আহত দিনমজুর

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে কথা কাটাকাটির জের ধরে হামলা করার ঘটনা ঘটেছে।

রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরহিত পাড়া মজিবুর মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে জান্নাতুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘোলঘর এলাকার মৃত হালিম মুন্সীর ছেলে মোঃ সাইদুল মুন্সী, মোঃ আউয়াল মুন্সী সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে এ হামলা করে। ষোলঘর মৃধা পাড়া এলাকার আতিক মিয়ার সাথে সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে আমার শশুর মোঃ সেলিম মিয়া মাটির কাটার কাজ করার সময় সাইদুল মুন্সী আমার শশুরকে ডেকে নিয়ে হাতে থাকা কাঠের ডাসা, লোহার পাইপ, ইত্যাদি দেশীয় তৈরি আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে আমার শশুরকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত ডান হাতে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমার শশুরকে আমিসহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা গ্রহন করি।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

শ্রীনগরে কথা কাটাকাটির জের ধরে হামলা আহত দিনমজুর

প্রকাশের সময় : ০৩:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে কথা কাটাকাটির জের ধরে হামলা করার ঘটনা ঘটেছে।

রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরহিত পাড়া মজিবুর মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে জান্নাতুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘোলঘর এলাকার মৃত হালিম মুন্সীর ছেলে মোঃ সাইদুল মুন্সী, মোঃ আউয়াল মুন্সী সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন মিলে এ হামলা করে। ষোলঘর মৃধা পাড়া এলাকার আতিক মিয়ার সাথে সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে আমার শশুর মোঃ সেলিম মিয়া মাটির কাটার কাজ করার সময় সাইদুল মুন্সী আমার শশুরকে ডেকে নিয়ে হাতে থাকা কাঠের ডাসা, লোহার পাইপ, ইত্যাদি দেশীয় তৈরি আরো বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে আমার শশুরকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত ডান হাতে লাগিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমার শশুরকে আমিসহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা গ্রহন করি।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।