শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৭দফা দাবিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ

জাহাঙ্গীর আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাঙচুরসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা ইটভাটা প্রস্তুত মালিক সমিতি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলা ইটভাটা প্রস্তুত মালিক সমিতির আয়োজনে জর্জ কোর্ট চত্বের এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ এবং ধারদেনা করেছি। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তরা।
এসময় জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ৭ দফা দাবি জানানো হয়।

সমাবেশ শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ইটভাটা মালিক সমিতির নেতারা।

জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

ঠাকুরগাঁওয়ে ৭দফা দাবিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

জাহাঙ্গীর আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাঙচুরসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা ইটভাটা প্রস্তুত মালিক সমিতি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলা ইটভাটা প্রস্তুত মালিক সমিতির আয়োজনে জর্জ কোর্ট চত্বের এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহ জামান লাবলু, জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব সহ সমিতির অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ এবং ধারদেনা করেছি। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তরা।
এসময় জিগজাগ ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য ৭ দফা দাবি জানানো হয়।

সমাবেশ শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ইটভাটা মালিক সমিতির নেতারা।