শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ছবি-সংগৃহীত

অভিযান চালিয়ে সিলেট সেক্টরের ব্যাটালিয়ন-৪৮ এ যাবৎকালের সবচেয়ে বড় ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন ৪৮ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানের ব্যাপারে বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আখালিয়া অফিসে প্রেস ব্রিফিং করেছেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঊর্ধ্বতন সদর সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিকস, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, জব্দকৃত চোরাচালানির মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

সিলেটে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশের সময় : ১০:৫৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

অভিযান চালিয়ে সিলেট সেক্টরের ব্যাটালিয়ন-৪৮ এ যাবৎকালের সবচেয়ে বড় ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন ৪৮ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানের ব্যাপারে বিকেলে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আখালিয়া অফিসে প্রেস ব্রিফিং করেছেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঊর্ধ্বতন সদর সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিকস, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, জব্দকৃত চোরাচালানির মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।