রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ

ছবি-সংগৃহীত

স্ত্রী ফাতেমাকে বিদায় বলে গাজীপুরে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন খাইরুল বাসার সুজন নামে এক পোশাক শ্রমিক। এতে দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিক খাইরুল বাসার সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের সুলতানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত সুজনের স্ত্রী ফাতেমা বলেন, সকালে একসঙ্গে বাসা থেকে বের হই। পরে আর তিনি বাসায় ফেরেনি। বিকেলে ফোন করলে তিনি জানান শ্রীপুর আছে। একটু পর ফোন করে শুধু বলে বিদায়, এরপর অনেক ফোন দিলেও ফোন ধরেনি। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই এবং ঘটনাস্থলে এসে স্বামী মরদেহ দেখতে পাই।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

স্ত্রীকে বিদায় বলে ট্রেনের নিচে ঝাঁপ

প্রকাশের সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

স্ত্রী ফাতেমাকে বিদায় বলে গাজীপুরে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন খাইরুল বাসার সুজন নামে এক পোশাক শ্রমিক। এতে দেহ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিক খাইরুল বাসার সুজন কুষ্টিয়ার মিরপুর থানার কুরসা গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের সুলতানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত সুজনের স্ত্রী ফাতেমা বলেন, সকালে একসঙ্গে বাসা থেকে বের হই। পরে আর তিনি বাসায় ফেরেনি। বিকেলে ফোন করলে তিনি জানান শ্রীপুর আছে। একটু পর ফোন করে শুধু বলে বিদায়, এরপর অনেক ফোন দিলেও ফোন ধরেনি। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর পাই এবং ঘটনাস্থলে এসে স্বামী মরদেহ দেখতে পাই।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।