
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর শাখা’র আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ শুক্রবার বিকেলে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে এ ইফতার মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৬১ নং চাঁদপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ রবিউল আলমের সঞ্চালনায় আরো উপ¯ি’ত ছিলেন, গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হাই শিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ কারী হাজী সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামীর ছেংগারচর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরকার প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে অসংখ্য নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন উপ¯ি’ত নেতাকর্মীদের ইসলাম ও কোরআন হাদিসের আলোকে জীবন গড়তে আহŸান জানান, তিনি অনিয়ম দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ও আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ মতলব উত্তর উপজেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেন।
ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন আরও বলেছেন, পবিত্র মাহে রমযানের প্রকৃত শিক্ষাই হলো আল্লাহ’র নির্দেশ মেনে চলা। তিনি বলেন, আল্লাহ’র নির্দেশ অনুযায়ী আমরা নামায আদায় করি। যাকাত দেই। রোজা রাখি। তবে কেন আল্লাহর নির্দেশ মেনে চলি না। তবে কেন রাষ্ট্রীয় আইনে ইসলামী না। তিনি বলেন, আমরা নামায কায়েম করেছি, যাকাত আদায় করেছি। এখন বাকি শুধু ইসলামী রাষ্ট্র ব্যব¯’া প্রতিষ্ঠা করা। এই একটি কাজ করতে পারলেই সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।
পরে ছেংগারচর পৌরসভা জামায়াতের ইফতার মাহফিলে দেশ ও জাতি এবং বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 







































