শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো– একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) এবং ছেলে মো. নিজুম (৩)।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার উপপরিদর্শক(এসআই) মো. মিলন মিয়া জানান, বিকালে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। ধারণা করা হচ্ছে, সে সময় বেশি পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন।

এসআই মিলন মিয়া আরও জানান, এমদাদুল হকের আর কোনও সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো– একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) এবং ছেলে মো. নিজুম (৩)।

বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার উপপরিদর্শক(এসআই) মো. মিলন মিয়া জানান, বিকালে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। ধারণা করা হচ্ছে, সে সময় বেশি পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন।

এসআই মিলন মিয়া আরও জানান, এমদাদুল হকের আর কোনও সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।