বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

ছবি-সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর শাস্তির বিধান আছে। আগে বিধান ছিল ‘মিথ্যা মামলা যারা ভুক্তভোগী তাদের অভিযোগ জানাতে হতো’। আমাদের আইনে বিধান করা হয়েছে বিচার শেষ হওয়ার পর কোনও বিচারকের যদি মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নিপীড়ন হলে আমরা লক্ষ্য করবো, প্রয়োজন হলে আবারও আইন পরিবর্তন করা হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন আইন পাশের সঙ্গে মাগুরার শিশুর বিচার কাজের কোনও সম্পর্ক নেই। ওই বিচার নিজ গতিতে এগিয়ে চলছে। আমরা মনে করি, খুবই দ্রুততার সঙ্গে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত শেষের পথে। ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে দুই থেকে তিন দিনের মধ্যে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এই মামলার বিচার শুরু হয়ে যাবে। খুব দ্রুত নিষ্পত্তি হবে যেহেতু অকাট্য অনেক প্রমাণ আছে।

জনপ্রিয়

তারেক রহমান মঞ্চে একাই বক্তব্য রাখবেন

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:২৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর শাস্তির বিধান আছে। আগে বিধান ছিল ‘মিথ্যা মামলা যারা ভুক্তভোগী তাদের অভিযোগ জানাতে হতো’। আমাদের আইনে বিধান করা হয়েছে বিচার শেষ হওয়ার পর কোনও বিচারকের যদি মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নিপীড়ন হলে আমরা লক্ষ্য করবো, প্রয়োজন হলে আবারও আইন পরিবর্তন করা হবে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন আইন পাশের সঙ্গে মাগুরার শিশুর বিচার কাজের কোনও সম্পর্ক নেই। ওই বিচার নিজ গতিতে এগিয়ে চলছে। আমরা মনে করি, খুবই দ্রুততার সঙ্গে এই মামলার বিচার হবে। এই মামলার তদন্ত শেষের পথে। ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে দুই থেকে তিন দিনের মধ্যে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এই মামলার বিচার শুরু হয়ে যাবে। খুব দ্রুত নিষ্পত্তি হবে যেহেতু অকাট্য অনেক প্রমাণ আছে।