
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে.।
বুধবার (১৯ মার্চ) বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নারুয়া ইউনিয়ন বিএনপি’র ১,২,৩ নং ওয়ার্ড
বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড,লিয়াকত আলী বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশিদ হারুন। অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, নারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বকুল সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে কাজ করতে হবে। সকলে ঐক্যবদ্ধ ভাবে সকল আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে।
ইফতারপুর্বে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের জন্য দোয়া এবং তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা মোঃ আবু জাফর মিয়া।
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি 







































