
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন,জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক,জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান শান্ত, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এম হেদায়েত হুসাইন লিটন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ প্রমূখ।
এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপ মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এবং বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফুল ইসলাম ঝন্টুসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি এম এ সালাম অনাচার, হিংসা-বিদ্বেষ,হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।।
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 



























