
হাবিবুর রহমান তুষার,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ফিলিস্তিনি গণহত্যা,ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ বাদ হরিণাকুণ্ডু হাসপাতাল মোড় হতে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।
ফিলিস্তিনি গণহত্যা,ভারতের নাগপুরে মুসলিম নিপিড়নের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাফেজ নাঈম মাহমুদ।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র নেতা হাফেজ তামিম ইকবাল। হাফেজ শামিম, নাসির উদ্দীন সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু শাখা ও স্থানীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।
এ সময়ে বক্তারা, ফিলিস্তিনি ব্যপক গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের নিপিড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৌহিদী জনতাকে আহব্বান জানানো হয়। এই ধরনের অমানবিকতা কোনো বিবেকবান মানুষ তা মেনে নিতে পারেন না বলেও জানান দলের শীর্ষ নেতা। তাছাড়াও বিক্ষোভ সমাবেশ থেকে অন্তবর্তী সরকারকে ইসরায়েলের সকল পন্য বর্জনের ডাক দেওয়া হয়।
হাবিবুর রহমান তুষার,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ 



































