
দেলোয়ার হোসেন,ঢাকা ব্যুরো
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের প্রাণের দাবি তাদের ভোটাধিকার। তাই এই সরকারের কাছে আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে করে জনগণ তাদের প্রতিনিধিকে ভোট দিতে পারে ।
প্রধান উপদেষ্টা যে সমস্ত সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করছেন আমরা সেই সমস্ত বিষয় দেখেছি। কিন্তু জনগণের মেন্ডেড ফিরিয়ে দেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।
তিনি হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এই বাংলাদেশের শেখ হাসিনা কোনদিনই আসতে পারবে না।
তার মন্ত্রী পরিষদের খুনিদের বিচার শুরু হয়েছে। হাসিনার পরিবারের সদস্য সহ তার চৌদ্দ গুষ্টি দুর্নীতির বিষয় নিয়ে জনগণ জানতে পেরেছে। ওরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ।এর বিচার হবে। শেখ হাসিনার বাংলাদেশে এসে রাজনীতি করার কোন সুযোগ নেই।
তিনি আরো বলেন খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশে আসবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারো দেশ পরিচালনা করবেন।
তিনি এলাকার সকল নেতাকর্মীদেরকে জনগণের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র রাজনৈতিক ম্যানিফেস্ট গুলো প্রচারের অনুরোধ করেন।
আমান উল্লাহ আমান আজ বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার আটী ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ২ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উত্তর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি।
ইফতার ও দোয়া মাহফিলে কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর ও সাভারের ভাকুর্তা এলাকার প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশাল এই ইফতার মাহফিলে সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে উপস্থিত হতে থাকেন । সন্ধ্যার সাথে সাথে ইফতার মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রায় ১৭ বছর পর এই ধরনের বিশাল পরিসরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি ছিল নেতাকর্মীদের মিলনমেলার প্রাণকেন্দ্রে পরিণত হয়।
দেলোয়ার হোসেন,ঢাকা ব্যুরো 




































