মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোঃ রুস্তম আলী মিয়াজীর ছেলে মোঃ সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ৩ শতাদিক শিক্ষার্থী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ে শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী, অভিভাবক সদস্য আবু তাহের সুমন, শিক্ষক রফিকুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সানিয়া আক্তার, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজানা আক্তার, স্থানীয় ইসমাইল, ইতি আক্তার, শিখা আক্তার, আহত সোলাইমান মিয়াজির পিতা রুস্তম মিয়াজি।

মানববন্ধনের বক্তারা বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোঃ সোলেমান মিয়াজীর উপর নৃশংস ভাবে হামলা চালায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় সোলাইমান মিয়াজির বাবা রুস্তম আলী মিয়াজী থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ এখনো কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তা হলে আন্দোলন আরো কঠিন হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সোলাইমান মিয়াজির উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত (১৯ মার্চ) বুধবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মোঃ সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মোঃ হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মোঃ সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

মতলব উত্তরে বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীর ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোঃ রুস্তম আলী মিয়াজীর ছেলে মোঃ সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রায় ৩ শতাদিক শিক্ষার্থী ও নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বিদ্যালয়ে শিক্ষার্থীরা। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী, অভিভাবক সদস্য আবু তাহের সুমন, শিক্ষক রফিকুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সানিয়া আক্তার, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারজানা আক্তার, স্থানীয় ইসমাইল, ইতি আক্তার, শিখা আক্তার, আহত সোলাইমান মিয়াজির পিতা রুস্তম মিয়াজি।

মানববন্ধনের বক্তারা বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মোঃ সোলেমান মিয়াজীর উপর নৃশংস ভাবে হামলা চালায়। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় সোলাইমান মিয়াজির বাবা রুস্তম আলী মিয়াজী থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ এখনো কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তা হলে আন্দোলন আরো কঠিন হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সোলাইমান মিয়াজির উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত (১৯ মার্চ) বুধবার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মোঃ সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মোঃ হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মোঃ সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।