
দেলোয়ার হোসেন,ঢাকা ব্যুরো
যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কেরানীগঞ্জের তারুণ্যের অহংকার রেজাউল কবির পল এর উদ্যোগে আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা ঈদগাঁ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সময় কেরানীগঞ্জ থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার প্রায় চার হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, খেজুর,তেল , সেমাই সহ ঈদ সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল কবির পল বলেন,
বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে, অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের সাথে বিএনপি সব সময় ছিল। দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে এই আয়োজন করা হয়েছে । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয় ।
ঢাকা-৩ আসনের সাধারণ ভোটাররা আগামীতে ঘুরতে রেজাউল কবির পলকে সংসদ নির্বাচন করার জানান ।
রেজাউল কবির পল বলেন, আমি জনগণের জন্য এই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছি । সংগঠন থেকে ঢাকার ৩ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হলে অবশ্যই জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ । এখনো এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে আসছি।
নির্বাচিত হলে ঢাকা ৩ আসনের জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে।
ঈদ সামগ্রী পেয়ে সাধারণ মানুষ বলেছেন,রেজাউল কবির পল সব সময় গরীব মানুষের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্য শুভকামনা রইল।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 




































