
আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরোঃ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানালেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ৩টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিস কক্ষে অনাড়ম্বর ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের আগামী দিনের জন্য শুভকামনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। জেলা প্রশাসকও তাদের কাছে দোয়া কামনা করেন।
সংক্ষিপ্ত ওই শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান ও আতাউর রহমান।এসময় সেখানে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলাম এবং এসিল্যান্ড নুসরত ইয়াসমিনও উপস্থিত ছিলেন
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






























