বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৬৬ বছরের দাদু বিয়ে করলেন ২২ বছরের নাতনিকে

লালমনিরহাট প্রতিনিধি

হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটু পলকে সেই গানের মত করে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি এলাকার ৬৬ উর্ধ বৃদ্ধ শরিফুল ইসলাম। সম্প্রতি তিনি একই উপজেলার কুচলিবাড়ি গ্রামের ২২ বছর বয়সী কলেজপড়ুয়া আইরিন আক্তার নামে যুবতীকে বিয়ে করেছেন। যা নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও রোমাঞ্চকর গল্প।

জানা গেছে, গত ২২ মার্চ তারা দু’জন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে যুবতী আইরিনের পরিবারের সবাই এই বিয়ে রাজি থাকলেও রাজি ছিলেন না তার বাবা৷ যার কারণে আইরিনের দুলাভাইয়ের বাড়িতে তাদের বিয়ে সম্পুর্ন হয়।

বৃদ্ধ শরিফুল ইসলাম জানান, বহু বছর থেকে মেয়েটির লেখাপড়া ব্যয় করছেন তিনি৷ তখন পর্যন্ত তাদের ছিলো নানা-নাতনীর সম্পর্ক। এভাবে চলতে থাকে বছরের পর বছর। এদিকে এলাকায় ছড়িয়ে যায় গোপনে বিয়ে করেছে শরিফুল এবং আইরিন৷ সম্প্রতি আইরিনের তার বিয়ের জন্য পত্র দেখতে থাকেন। কথার ছলে শরিফুল আইরিনকে বিয়ের প্রস্তাব দেয়৷ এতে রাজি হয় আইরিন৷ পরে সবার উপস্থিততে বিয়ের পিঁড়িতে বসেন তারা৷

জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

৬৬ বছরের দাদু বিয়ে করলেন ২২ বছরের নাতনিকে

প্রকাশের সময় : ০৫:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি

হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটু পলকে সেই গানের মত করে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি এলাকার ৬৬ উর্ধ বৃদ্ধ শরিফুল ইসলাম। সম্প্রতি তিনি একই উপজেলার কুচলিবাড়ি গ্রামের ২২ বছর বয়সী কলেজপড়ুয়া আইরিন আক্তার নামে যুবতীকে বিয়ে করেছেন। যা নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও রোমাঞ্চকর গল্প।

জানা গেছে, গত ২২ মার্চ তারা দু’জন বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে যুবতী আইরিনের পরিবারের সবাই এই বিয়ে রাজি থাকলেও রাজি ছিলেন না তার বাবা৷ যার কারণে আইরিনের দুলাভাইয়ের বাড়িতে তাদের বিয়ে সম্পুর্ন হয়।

বৃদ্ধ শরিফুল ইসলাম জানান, বহু বছর থেকে মেয়েটির লেখাপড়া ব্যয় করছেন তিনি৷ তখন পর্যন্ত তাদের ছিলো নানা-নাতনীর সম্পর্ক। এভাবে চলতে থাকে বছরের পর বছর। এদিকে এলাকায় ছড়িয়ে যায় গোপনে বিয়ে করেছে শরিফুল এবং আইরিন৷ সম্প্রতি আইরিনের তার বিয়ের জন্য পত্র দেখতে থাকেন। কথার ছলে শরিফুল আইরিনকে বিয়ের প্রস্তাব দেয়৷ এতে রাজি হয় আইরিন৷ পরে সবার উপস্থিততে বিয়ের পিঁড়িতে বসেন তারা৷