
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল কবর বাসির রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ জিয়া উদ্দিন ও আযহারুল ইসলাম স্বপনের সঞ্চালনায়: দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ উল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই খান শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সবুজ, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম রিপন মাস্টার, গোবিন্দপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল ইসলাম শফিক প্রমূখ, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী গণ ।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার 






































