মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোন আপস নাই: চন্দন

জয়পুরহাট প্রতিনিধিঃ

১৯৭১ সালের ২৬ শে মার্চ সমগ্র জাতীকে বন্দুকের মুখে ফেলে তৎকালীন আওয়ামী লীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ও পরিবারের জীবনের তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দেন। ইদানীং অনেক রাজনৈতিক দল ৭১ এর নিজেদের অপকর্ম ঢাকতে স্বাধীনতার যুদ্ধকে আড়াল করতে চায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোনো আপোশ নাই।

২৬ (মার্চ) বুধবার বিকেলে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ক্ষেতলাল পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এসময় তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপিই একমাত্র দল যে জনগণের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতে অচিরেই মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে তার পরে ঘরে ফিরবে বিএনপি।

এতে ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ প্রমূখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোন আপস নাই: চন্দন

প্রকাশের সময় : ০৫:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

জয়পুরহাট প্রতিনিধিঃ

১৯৭১ সালের ২৬ শে মার্চ সমগ্র জাতীকে বন্দুকের মুখে ফেলে তৎকালীন আওয়ামী লীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ও পরিবারের জীবনের তোয়াক্কা না করে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দেন। ইদানীং অনেক রাজনৈতিক দল ৭১ এর নিজেদের অপকর্ম ঢাকতে স্বাধীনতার যুদ্ধকে আড়াল করতে চায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির সাথে কোনো আপোশ নাই।

২৬ (মার্চ) বুধবার বিকেলে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ক্ষেতলাল পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এসময় তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপিই একমাত্র দল যে জনগণের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামীতে অচিরেই মানুষকে গণতন্ত্র উপহার দিয়ে তার পরে ঘরে ফিরবে বিএনপি।

এতে ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ প্রমূখ।

ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।