
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
শরণখোলার সাউথখালী ইউনিয়নে বুধবার (২৬ মার্চ) বিকেলে বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম লিটনের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, মেজর (অব.) মোস্তফা কামাল, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন, আব্দুল মজিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাউথখালী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলামিন খান, মাসুদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা সফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মানিক হোসেন, আলমঙ্গীর হোসেনসহ অনেকে।
সভাটি সঞ্চালনা করেন শেখ ওবায়দুল হক। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়েশের আলীর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 






































