
মেহেদী হাসান,রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিএনপির উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে ইফতার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম,রাজবাড়ী -২ আসনের সাবেক সংসদ সদস্য খোঃ সদরুল আমীন হাবিব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো হাবিবুর রহমান রাজ,পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।
বক্তারা, লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও আগামী দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং সকল স্বরযন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরিশেষে বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার মোনাজাত পরিচালনা করেন।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































