
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী শতবর্ষী বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় এর ২০১০ সনের এর এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বালিয়াকান্দি উপজেলার শহীদ সাগর চত্বর সংলগ্ন ওয়াপদা মোড়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক জবাবদিহি ও ইংরেজি দৈনিক বাংলাদেশ আপডেট পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মেহেদী হাসান।
বিভিন্ন জেলায় কর্মরত বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১০ সনের শিক্ষার্থীরা ও বালিয়াকান্দি মধ্য পাড়া নুরানি কিন্ডার গার্ডেন মাদরাসা শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন এবং এক আনন্দ ঘন মুহুর্তের সৃষ্টি হয়।
এসময় কৈশোর কালে স্কুল জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন, মাওলানা মুফতি আব্দুলাহ আল সাইফ,শিহাব উদ্দিন রাসেল,মাহমুদুল খান নিশাদ,উৎপল চিশতি। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নাবিল, কামরুল,সজিব,বিল্লাল,রিজু,হাসান, চয়ন,তাপস,আবির চাকি,আব্বাস,তাহের, মিজান, কাইউম মোল্লা প্রমুখ। স্মৃতিচারণ শেষে দেশ ও মুসলিম উম্মার কল্যানে দোয়া করা হয়।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































