শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে যুবককে হত্যা

প্রতীকী ছবি। সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি।।

পূর্ব শত্রুতার জেরে আবু তালেব নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন তার শ্বশুর ছবেদ আলী।

বুধবার দিবাগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে একই এলাকার রুবেল হোসেন আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। ঘুমিয়ে থাকা আবু তালেব বেরিয়ে এলে রুবেল লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। বাধা দিতে গেলে ছবেদ আলীকেও আঘাত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে যুবককে হত্যা

প্রকাশের সময় : ০৩:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি।।

পূর্ব শত্রুতার জেরে আবু তালেব নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন তার শ্বশুর ছবেদ আলী।

বুধবার দিবাগত গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে একই এলাকার রুবেল হোসেন আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। ঘুমিয়ে থাকা আবু তালেব বেরিয়ে এলে রুবেল লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। বাধা দিতে গেলে ছবেদ আলীকেও আঘাত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।