সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের ৫ টি উপজেলায় ধর্মপ্রান মানুষদের আয়োজনে, দখলদার ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজা ও রাফাবাসীদের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সদরে মিশন মোড় আদিতমারী বুড়িরহাট বাজার কালীগঞ্জের তুসভান্ডার বাজার হাতীবান্ধার মেডিকেল মোড়ে পাটগ্রাম চৌরাস্তা মোড় থেকে একটি করে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি -লালমনিরহাট বুড়ীমারি মহাসড়ক প্রদক্ষিণ করে ।

বিক্ষোভ শেষে প্রতীকীভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জয়নুল আবেদিন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আজাহারুল ইসলাম, বাংলাদেশ মুসাফির কাফেলার সম্পাদক মোস্তাফিজুর রহমান বকশী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে ইসরায়েলের এই বর্বর গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর উচিত একত্রিত হয়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও তাদের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে নিহত ফিলিস্তিনি ভাই-বোনদের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের ৫ টি উপজেলায় ধর্মপ্রান মানুষদের আয়োজনে, দখলদার ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজা ও রাফাবাসীদের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সদরে মিশন মোড় আদিতমারী বুড়িরহাট বাজার কালীগঞ্জের তুসভান্ডার বাজার হাতীবান্ধার মেডিকেল মোড়ে পাটগ্রাম চৌরাস্তা মোড় থেকে একটি করে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি -লালমনিরহাট বুড়ীমারি মহাসড়ক প্রদক্ষিণ করে ।

বিক্ষোভ শেষে প্রতীকীভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জয়নুল আবেদিন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আজাহারুল ইসলাম, বাংলাদেশ মুসাফির কাফেলার সম্পাদক মোস্তাফিজুর রহমান বকশী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে ইসরায়েলের এই বর্বর গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর উচিত একত্রিত হয়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও তাদের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে নিহত ফিলিস্তিনি ভাই-বোনদের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়