
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।।
আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী ঢাকা মাওয়া ও বাবুবাজার চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর ইতিহাসের নির্মম নির্বিচারে ভয়ংকর হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ইসরাইলের সকল পণ্য বর্জনের দাবিতে মিছিল সমাবেশ করা হয়েছে । বিক্ষোভ সমাবেশ কে কেন্দ্র করে দুপুর থেকেই কদমতলী চৌরাস্তায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হতে থাকে একপর্যায়ে পুরো কদম তুলে চৌরাস্তা এলাকা লোকারণ্যে হয়ে যায়।
এই সমাবেশে শুধু বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী নয় সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন । দুপুর থেকে এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কদমতলী চৌরাস্তা এলাকায় ফিলিস্তিনি পতাকা ও জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমির ও ঢাকা ৩ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম সহ ঢাকা জেলা, কেরানীগঞ্জ উপজেলা, দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ। দুপুর থেকেই সমাবেশে উপস্থিত হন ঢাকার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
সমাবেশের বক্তারা ইসরাইলি সকল অন্য বয়কট করার আহ্বান জানান সাধারণ মুসল্লিদের কাছে এবং সকল দোকানদার যে ইসরাইলি পণ্য বিক্রি না করার আহ্বান জানান । জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন অবিলম্বে ফিলিস্তিনে হত্যাযোগ্য বন্ধ করার জন্য ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বক্তারা অন্তবর্তী কালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো।। 







































