মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মতলব উত্তরে জামায়াতের বিক্ষোভ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ সেমবার (৭ এপ্রিল) বিকেলে ৫টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বিক্ষোভ মিছিলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলার দর্জি বাজার জামে মসজিদে আছর নামাজের পর প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড সংলগ্ন চৌ-রাস্তা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমির প্রফেসর দেওয়ান মোঃ আবুল বাশার।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর উপজেলার সেক্রেটারি জেনারেল মোঃ নাজির আহম্মেদ, ছেংগার পৌর জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা রবিউল আলম, পৌর সেক্রেটারি জেনারেল মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরকার ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের পেশ মাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল সালেহী আনন্দপুরী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমির প্রফেসর দেওয়ান মোঃ আবুল বাশার তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন।”
আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।”

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়। বিক্ষোভ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

শুরু হলো কুবি’র বিজয়-২৪ হলের কালচারাল এন্ড স্পোর্টস উইক 

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মতলব উত্তরে জামায়াতের বিক্ষোভ

প্রকাশের সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ সেমবার (৭ এপ্রিল) বিকেলে ৫টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বিক্ষোভ মিছিলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উপজেলার দর্জি বাজার জামে মসজিদে আছর নামাজের পর প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড সংলগ্ন চৌ-রাস্তা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমির প্রফেসর দেওয়ান মোঃ আবুল বাশার।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর উপজেলার সেক্রেটারি জেনারেল মোঃ নাজির আহম্মেদ, ছেংগার পৌর জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা রবিউল আলম, পৌর সেক্রেটারি জেনারেল মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ সরকার ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের পেশ মাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল সালেহী আনন্দপুরী প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমির প্রফেসর দেওয়ান মোঃ আবুল বাশার তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন।”
আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।”

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়। বিক্ষোভ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।