রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন থেকে পা পিছলে আহত রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম

ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সাংসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর বাম চোখের উপরে কয়েকটি সেলাই হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৬ এপ্রিল) রাতে চট্টগ্রামে ট্রেন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নুরুল আলম তালুকদারের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার জানান, গতকাল রাতে নুরুল আলম তালুকদার ঢাকার উদ্দেশে নিজ পরিবারকে ট্রেনে তুলে দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এ সময় তাঁর বাম চোখের উপরে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ছোট একটি অস্ত্রোপচারের মাধ্যমে কয়েকটি সেলাই হয়। এখন সুস্থ ও বাডসয় বিশ্রামে আছেন।

জনপ্রিয়

শহরকে সুন্দর রাখতে খালের পাড়ে ও যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ট্রেন থেকে পা পিছলে আহত রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম

প্রকাশের সময় : ১০:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ট্রেন দুর্ঘটনায় চট্টগ্রাম -৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সাংসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর বাম চোখের উপরে কয়েকটি সেলাই হয়েছে বলে জানা গেছে।

রবিবার (৬ এপ্রিল) রাতে চট্টগ্রামে ট্রেন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নুরুল আলম তালুকদারের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার জানান, গতকাল রাতে নুরুল আলম তালুকদার ঢাকার উদ্দেশে নিজ পরিবারকে ট্রেনে তুলে দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এ সময় তাঁর বাম চোখের উপরে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ছোট একটি অস্ত্রোপচারের মাধ্যমে কয়েকটি সেলাই হয়। এখন সুস্থ ও বাডসয় বিশ্রামে আছেন।