
লালমনিরহাট প্রতিনিধি।।
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল,২০২৫ মজ্ঞলবার , ফিলিস্তানের গাজায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংস গণহত্যার প্রতিবাদে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।সরকারি আলিমুদ্দীন কলেজ ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।এছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিটিতে অংশগ্রহন করে।
বিক্ষোভ মিছিলটি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্তরে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা মাইদুল, উপজেলা যুবদল নেতা আতাউর রহমান ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব সহ উপজেলা ছাত্রদল,ও অন্যান্য নেতৃবৃন্দ।
লালমনিরহাট প্রতিনিধি।। 







































