
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
শরণখোলায় নিয়মবহির্ভূতভাবে বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির একাংশের নেতারা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবে এ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল আলম লিটন।
তিনি জানান, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন কমিটি গঠিত হয়। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে ৭ এপ্রিল মহিউদ্দিন শাহজাহান, শহিদুল আলম লিটন, সুমন সরদারসহ ছয়জন নেতাকে বহিষ্কারের নোটিশ দেয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম লাল ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত।
তিনি এ সিদ্ধান্তকে নিয়মবহির্ভূত দাবি করে দলীয় হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,বহিষ্কৃতদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 






































