বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ আগুন

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (এসএসসি পরীক্ষা কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চারটি কক্ষ পুরে ছাই হয়ে যায়।

কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন সাংবাদিকে জানান, প্রতিষ্ঠানটি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। আজ যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে । আগামীতেও সেভাবেই পরীক্ষা হবে।

অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম সাংবাদিকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ আগুন

প্রকাশের সময় : ০২:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (এসএসসি পরীক্ষা কেন্দ্র) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার সময় জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চারটি কক্ষ পুরে ছাই হয়ে যায়।

কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন সাংবাদিকে জানান, প্রতিষ্ঠানটি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। আজ যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে । আগামীতেও সেভাবেই পরীক্ষা হবে।

অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম সাংবাদিকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।