
তামাক চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তী ও সিন্ডিকেট ভাঙার প্রত্যয়ে কৃষক সমাবেশ, প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু।
তামাক চাষিদের হয়রানি, মূল্য বৈষম্য, সিন্ডিকেটের প্রতিবাদে শক্তিশালী সংগঠন তৈরির লক্ষ্যে তামাক চাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রায় তিন হাজার কৃষক অংশগ্রহণ করেন।
জেলার সর্বস্তরের তামাকচাষির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সমাবেশে তামাকের মূল্য ও তা বিক্রি নিয়ে নানা ধরণের হয়রানীর কথা তুলে ধরেন কৃষকরা।
বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, কৃষক ও তামাকজাত কোম্পানিগুলোর মাঝে ঢুকে মধ্যস্বত্তভোগীরা যাতে সুযোগ নিতে না পারে সেজন্য কৃষকদের নিয়ে শক্তিশালী কৃষক কমিটি গঠনের মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিতে ফেলা হবে।
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।। 







































